করোনায় মৃত্যু ২১ শতাংশ?
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। সেই হিসেবে এই প্রাদুর্ভাবে মৃত্যুর হার ছয় শতাংশের কিছুটা বেশি। তবে আসলেই কী আক্রান্তদের মধ্যে মৃত্যুর সঠিক হার এটাই? তবে আক্রান্তদের মধ্যে যে পরিমাণ সুস্থ হয়েছেনে এবং মারা গেছেন সেগুলোকে ক্লোজ কেস হিসেবে দেখাচ্ছে করোনা ভাইরাসের পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটার। এখন পর্যন্ত তারা ক্লোজ কেস দেখাচ্ছে ৪ লাখ ৭৯ হাজার ৬১টি। এই কেসগুলোর মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন। আর মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। ওয়েবসাইটটি জানাচ্ছে, আক্রান্তদের মধ্যে যে কেসগুলো বন্ধ হয়েছে তাদের মধ্যে ৭৯ শতাংশ সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ২১ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত যেসব আক্রান্ত রোগী রয়েছেন তাদের মধ্যে ৯৬ শতাংশ অর্থাৎ ১১ লাখ ৭০ হাজার ৭৪৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ৪ শতাংশ অর্থাৎ ৪৯ হাজার ৮৩০ জনের অবস্থা গুরুতর। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রাজধানীর আবির জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তাজনুর আহমেদ বলেন, ওয়েবসাইটি মৃতের হার যে ২১ শতাংশ দেখাচ্ছে সেটা অমূলক নয়। কারণ সংক্রমণের প্রথম ধাপেই কেউ মারা যান না। যাদের শরীরে করোনা ভাইরাসের আর উপস্থিতি নেই তাদের নিয়ে ওয়েবসাইটি এই হিসেবে করেছে। সেই হিসেবে তারা দেখিয়েছে মৃত্যুর হার ২১ শতাংশ। তিনি আরও বলেন, এই ভাইরাসে আসলে কত শতাংশ মানুষ মারা যান সেটা সঠিকভাবে শুধুমাত্র সবাই সংক্রমণ হলেই বলা সম্ভব। তবে ক্লোজ কেসের মধ্যে মৃত্যুর হার ২১ শতাংশ হলেও সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।