আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়াল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২০ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পর্যন্ত মোট ৬০ হাজার ১৪৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া শনাক্ত হয়েছেন ১১ লাখ ৩০ হাজার ৮১৪ জন। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, এখন পর্যন্ত শনাক্ত হওয়াদের মধ্যে ৮ লাখ ৩৪ হাজার ৭৬৩ জনের শরীরে এখনো করোনার উপস্থিতি আছে। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৫ হাজার ৯০২ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৭৭ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৪০৩ জন। মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ৬৮১ জন মারা গেছেন। আর শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন রোগী। এছাড়া স্পেনে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৫৪৬ জন।