আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনায় স্থগিত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ

করোনায় স্থগিত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনা মহামারীর কারণে  চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সোমবার আইসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। মহামারীর কারণে এমন একটা বড় টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব ছিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তা ছাড়া স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল।

করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া আজকের সভায় এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ। ২০২২ সালে একই সময় হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর। এদিকে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নিয়ে ওই বছর অক্টোবর নভেম্বরে নির্ধারণ করা হয়েছে। আর ওই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর।