আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৭:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. নজরুল ইসলাম। রোববার রাতে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, করোনা সংক্রমিত হয়ে নজরুল ইসলাম আইসিডিডিআরবিতে চিকিসৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. নজরুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম এবং মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত করোনার বিরুদ্ধে সম্মুখসারিতে থেকে চিকিৎসা দেয়া প্রায় ৩১ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১২০০ চিকিৎসক।