আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা আক্রান্তদের গুয়ান্তানামো বে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

করোনা আক্রান্তদের গুয়ান্তানামো বে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক :  যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিতদের গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়ে দিতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে আলোচনার যেন কোনো শেষ নেই। ক্ষমতা ছেড়ে যাওয়ার পরও তিনি নানাভাবে আলোচনায় আসেন। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত বছর যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিলো করোনা ঠিক তখনই এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের দুই রিপোর্টারের লেখা “ট্রাম্প গুয়ান্তানামো” বইয়ে এমন দাবি তোলা হয়। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে মহামারির প্রতিক্রিয়া নামক বইটির লেখক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ইয়াসমিন আবুতালেব ও দামিয়ান পালেত্তা।

ক্ষমতায় থাকাকালে নাকি ট্রাম্প দেশের করোনায় আক্রান্ত নাগরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠাতে চেয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এতে পুরো আমেরিকা জুড়েই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিচুয়েশন রুমে করোনা মোকাবিলার সময় ট্রাম্প তার সহকর্মীদের বলেছিলেন আক্রান্ত নাগরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠাতে কেমন হবে। কথাটি শুনে সহকর্মীরা অবাক হন বেশ। তবে এটি সেখানেই শেষ হয়ে যায়।

বইয়ের সূত্রে জানা যায়, ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা পণ্য আমদানি করছে, কোনো ভাইরাস আমদানি করছে না। উল্লেখ্য, কিউবার কাছে গুয়ান্তামো বে-তে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। আমেরিকায় করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন নানা সমালোচনার মুখে আলোচিত হয়।