আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা আক্রান্তের শীর্ষ তিনে ভারত

করোনা আক্রান্তের শীর্ষ তিনে ভারত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ৫:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে এসেছে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া সর্বশেষ হিসেব বলছে, রাশিয়াকে টপকে রোববার সন্ধ্যায় আরো একধাপ উপরে ওঠে ভারতের নাম। প্রথম স্থানটি যথারীতি যুক্তরাষ্ট্রের দখলেই। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন অঞ্চলের দেশ ব্রাজিল।

ভারতের বিভিন্ন রাজ্যের দেয়া হিসাব অনুযায়ী, ভারতের মোট ৬ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে করোনায় সংক্রমিত হয়েছে।