আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়াল

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়াল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। ২০৮টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস সোমবার ( ৬ এপ্রিল) পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮জন। আর স্পেনে ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ ছুঁয়েছে জার্মানির আক্রান্তের সংখ্যাও। বিশ্বজুড়ে ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৬ জন। ইতালিতে ২১ হাজার ৮১৫ ও স্পেনে ৩৮ হাজার ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।