আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ৭:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। তাকে গত রাতে উচ্চ জ¦র ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর একদিন আগে তিনি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অন্যদের সঙ্গে। রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে তার করোনা পজেটিভ এসেছে। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরো বলা হয়, সত্যেন্দর জৈনের বয়স ৫৫ বছর। তিনি আম আদমি পার্টির একজন নেতা। মঙ্গলবার সকালে টুইটে লিখেছেন, আকস্মিকভাবে উচ্চ মাত্রায় জ¦র ও অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ার কারণে আমাকে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তী অবস্থা সবাইকে জানাবো। তার এই পোস্টের জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, আপনি নিজের দিকে মোটেও যত্ন না নিয়ে সার্বক্ষণিক জনগণের সেবা করে গেছেন। দয়া করে এবার নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন। ওদিকে জ¦র ও গলা ব্যথা থাকার কারণে আইসোলেশনে নিজের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে সপ্তাহে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি। এনডিটিভি লিখেছে, রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধণের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাক্ষাত করেন রাজধানীতে করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করতে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মানীশ সিসোদিয়া এবং সত্যেন্দর জৈন সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪২ হাজার মানুষ।