আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা আক্রান্ত মিলানের আরও ৩ ফুটবলার

করোনা আক্রান্ত মিলানের আরও ৩ ফুটবলার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্টার মিলানের আরও তিন ফুটবলার।
শুক্রবার এক বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটি জানায়, মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনি, রাদিয়া নাইনগোলান ও রিজার্ভ গোলকিপার রাদুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দলটির পাঁচজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ও আলেসান্দ্রো বাস্তোনির শরীরে করোনার আলামত পাওয়া যায়। করোনা আক্রান্ত হওয়ায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ইন্টার মিলানের এই তারকা ফুটবলারদের। যে কারণে আগামী ১৭ অক্টোবর সিরি-এ লিগে ডার্বি ম্যাচে এসি মিলানের বিপক্ষে তাদের খেলা অনিশ্চিত।