আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি করোনা আক্রান্ত যুবলীগ সাধারণ সম্পাদক

করোনা আক্রান্ত যুবলীগ সাধারণ সম্পাদক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২২ , ৪:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :   বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ জানুয়ারি শারীরিক অসুস্থতা অনুভব করায় নমুনা পরীক্ষা করান তিনি। বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় কোয়ারেন্টাইনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক।