আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২১ , ১২:০২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ঢাকাইয়া সিনেমার নন্দিত অভিনেত্রী পরিচালক কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ এপ্রিল তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এমন তথ্য বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। তিনি বলেন, গত পরশু ম্যাডামের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে নূর উদ্দিন বলেন, চিকিৎসক জানিয়েছেন এখন তিনি স্বাভাবিক আছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। গতকাল শারীরিক অবস্থা একটু খারাপ ছিলো। তবে আজকে একটু ভালো।