আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রণধীর কাপুর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রণধীর কাপুর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২১ , ১:০২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   নীতু কাপুর, রণবীর কাপুরের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন রণধীর কাপুর। এরই মধ্যে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ এ অভিনেতাকে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ৭৪ বছর বয়সী এ অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। এমন তথ্যই প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যমে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, গত মাসেই রণবীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিজ বাড়িতে চলেছিল তার চিকিৎসা। দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেরে উঠেছেন তিনি।

কাপুর পরিবারের হয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের সামনে আসেন রণধীর কাপুর। রণবীর কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছিলেন তিনি নিজেই। কাপুর পরিবার একের পর এক ধাক্কা সামলাচ্ছে। ছোট ভাই রাজীব কাপুরের সম্পত্তির দাবিদার হিসেবে উঠে আসে রণধীর এবং তার বোন রিমা জৈনের নাম। সেই সূত্রে মুম্বাই হাইকোর্ট প্রয়াত অভিনেতা রাজীব কাপুরের বিবাহবিচ্ছেদের বৈধ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেয়। এ ছাড়া ঋষি কাপুরের মৃত্যুর এক বছর হলো শুক্রবার (৩০ এপ্রিল)।