করোনা টিকার পরীক্ষামূলক চতুর্থ ডোজ দিল ইসরায়েল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২১ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে এর বিরুদ্ধে লড়তে শুরু হয় টিকাকরণ। প্রাথমিকভাবে টিকার দুটি ডোজকে বলা হতো ‘পূর্ণ ডোজ’। তা ছাড়িয়ে সম্প্রতি বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমের দেশগুলোয় করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার দেয়া শুরু হয়েছে। এবার করোনা টিকার চতুর্থ ডোজ দেয়ার পরীক্ষা চালানো শুরু করেছে ইসরায়েল। এনডিটিভির খবরে বলা হয়, সোমবার ইসরায়েলের একটি হাসপাতাল পরীক্ষামূলকভাবে তাদের স্বাস্থ্যকর্মীদের ওপর করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগ শুরু করেছে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে টিকার চতুর্থ ডোজ লাগবে কী না- সে পরীক্ষার অংশ হিসেবে তারা এ টিকা প্রয়োগ শুরু করেছে।
ইসরায়েলের তেল আবিব শহরের ওই হাসপাতাল শেবা মেডিকেল সেন্টারের মুখপাত্র জানান, তাদের এ পরীক্ষার দিকে বিশ্ব হয়তো তাকিয়ে আছে। এর ফলাফল ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। এক বছর আগে করোনার টিকাকরণ শুরু হয় ইসরায়েলে। এরপরই দ্রুত সময়ের মধ্যে সব নাগরিককে টিকার আওতায় আনে তারা। করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার ক্ষেত্রেও সামনের সারিতে আছে ইসরায়েল।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ওমিক্রনের জেরে করোনার নতুন ঢেউ দেখা গেছে। এ পরিস্থিতিতে ওমিক্রন ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বিশ্বের নানা দেশ। এরই মধ্যে অনেক দেশ ব্যাপকভাবে করোনা টিকার বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দেয়া শুরু করেছে।