আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা টেস্ট করতে অস্বীকার করলেই ৫ হাজার দিরহাম জরিমানা!

করোনা টেস্ট করতে অস্বীকার করলেই ৫ হাজার দিরহাম জরিমানা!


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৫:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস টেস্ট করতে অস্বীকার করলেই পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন অধিদফতর এক প্রজ্ঞাপনে দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক-পরিচালক এবং সব কর্মচারীর উদ্দেশ্যে এ আইন জারি করে। কোভিড ১৯-এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় নির্দেশাবলি কার্যকর করার জন্য প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয়েছে, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কেউ করোনা টেস্ট করতে অস্বীকার করলেই পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে। বিশেষত, জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ও সমাজ সুরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধের ভিত্তিতে কর্মীদের পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ কারও জন্যই থাকবে না। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনিক শাস্তি ও আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ করার জন্য অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তসহ (২০২০ সাল সিদ্ধান্ত নং ৩৮) প্রজ্ঞাপনটি জারি করা হয়। যে সিদ্ধান্তে বলা হয়েছে– আইন লঙ্ঘনকারী যদি বারবার আইন লঙ্ঘন করে, তবে এই জরিমানা দ্বিগুণ হয়ে যাবে।