করোনা নিয়েই যাত্রা শুরু করেছে ‘আইচ ল্যান্ড’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : দেশের প্রথিতযশা গীতিকার ও লেখক অনুরূপ আইচ এই করোনা মহামারীতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে তারকাদের সাক্ষাৎকার ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘আইচ ল্যান্ড’ ( Aich Land )চালু করেছেন। এই চ্যানেলের মাধ্যমে তারকারা তাদের ভক্তদের সাথে শেয়ার করছেন করোনায় ঘরবন্দী সময়ে তারা কি করছেন বা সকলের কি কি করার আছে। এ প্রসংগে অনুরূপ আইচ বলেন, করোনায় অনেকেই নিজের সামর্থ্য দিয়ে মানুষের সহযোগিতা করছেন। আমিও তাই এগিয়ে এসেছে “আইচ ল্যান্ড” ইউটিউব চ্যানেলের ডিজিটাল ম্যাসেজের মাধ্যমে মানুষকে সচেতন করতে। আমার এই কাজে দেশের অনেক তারকা নিঃস্বার্থ ভাবে সাহায্য করেছেন। আশাবাদী আমি, করোনা সন্ত্রাসমুক্ত বিশ্ব হবে ঈদের আগেই।