করোনা পজেটিভ রিপোর্ট আসায় বাউফলে স্বাস্থ্য কর্মীর ওপর হামলা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : নারায়নগঞ্জ ফেরত এক যুবকের করোনা সনাক্ত হওয়ায় এক নারী স্বাস্থ্য কর্মী ও তার স্বামীকে লাঞ্ছিত করেছে রোগির স্বজনরা। এ ঘটনায় আটকের পর করোনা আক্রান্ত রোগিকে প্রাতিষ্ঠানিক আইসোলিউশন ও কোয়ারেইন্টিনে পাঠানো হয়েছে আরো ৯ জনকে। পটুয়াখালীর বাউফলের বিলবিলাস গ্রামে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন ও উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা জানান, এ মাসের মাঝামাঝি নারায়নগঞ্জ ফেরত বিলবিলাস গ্রামের রিপন (১৮) নামে এক যুবকের গত ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ল্যাবে পাঠিয়ে হোমকোয়ারেইন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু নিয়ম-নীতির কোনই তোয়াক্কা না করে এলাকায় যত্রতত্র ঘোরাঘুরি ও চলাচল করে আসছিল সে। রোববার (২৬ এপ্রিল) করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি মানতে নারাজ রিপন ও তার আত্মীয়-স্বজনরা। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগে তথ্য দিয়ে নমুনা সংগ্রহের ব্যাপারে বাউফল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরিয়ম বেগম ও তার স্বামী অনিচুর রহমানকে দায়ি করে ও তাদের ওপর চড়াও হয় রিপনের আত্মীয়-স্বজন। হামলা চালিয়ে লাঞ্ছিত করা হয় স্বাস্থ্য কর্মী মরিয়ম ও তার স্বামী আনিচুর রহমানকে। খবর পেয়ে রাত ৯টার দিকে সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা প্রশান্ত কুমার সাহার (পিকে সাহা) নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটকের পর পৌর সদরের বাউফল সরকারি কলেজে রিপনকে প্রাতিষ্ঠানিক আইসিলিউশন ও তার বাবা-মা, ভাই-বোনসহ তার সংস্পর্শে আসা আরো ৯ জনকে হোম কোয়ারিন্টিনে পাঠায়। নিজ বাড়িতে হোম কোয়ারেইন্টিনে থাকতে বলা হয় স্বাস্থ্য কর্মী মরিয়ম বেগম ও তার স্বামী অনিচুর রহমানকেও। এর আগে হোম কোয়ারেইন্টিন নিশ্চিত করা হয় রিপনের সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন ডাক্তারের। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা (পিকে সাহা) দিনের শেষে প্রতিনিধিকে জানান, ‘আত্মীয়-স্বজনসহ মোট ১০ জনকে আটকের পর আক্রান্ত যুবককে প্রাতিষ্ঠানিক আউসিউলিশনে ও অন্যদের কোয়ারেইন্টিন নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য কর্মীর ওপর হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ পর্যন্ত মোট ৮০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পরে ৩০ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে উপজেলার বিলবিলাস এলাকার ওই যুবক রিপনসহ পূর্ব-কালাইয়া এলাকার ৫জন, কালিশুরী বন্দরের ১ জন ও চন্দ্রদ্বীপের ১ জন নিয়ে মোট ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।