আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা পিছু ছাড়ছে না দিবালা ও তার বান্ধবীর

করোনা পিছু ছাড়ছে না দিবালা ও তার বান্ধবীর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালার। এ নিয়ে চতুর্থবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। গত মাসে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার খবর দিয়েছিলেন পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। কিন্তু এই আনন্দের রেশ না কাটতেই আবারও বাসা বাঁধল দুঃস্বপ্ন। সুস্থ হওয়ার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হন দিবালা ও তার বান্ধবী। তখন দুজনই দ্রুত আরো পনেরো দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে গিয়েছিলেন। স্প্যানিশ এক টেলিভিশনের খবরে জানা গেছে, চতুর্থবারের মতো করোনায় আক্রান্ত দিবালা। কিন্তু সেভাবে কোনো লক্ষণ তার শরীরে দেখা যাচ্ছে না। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে তৃতীয়বার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছিলেন দিবালার বান্ধবী। তিনি জানিয়েছিলেন, তৃতীয়বার পরীক্ষা করার পর তাঁদের দুজনের শরীরেই করোনা পজিটিভ আসে। এ ব্যাপারে দিবালার বন্ধবী ওরিয়েলা সাবাতিনি বলেন, ‘গত ২১ মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড-১৯ পরীক্ষায় দুজনের ফলই পজিটিভ আসে। তিন দিনের মাথায় আমরা আবারও কোভিড পরীক্ষা করাই। সেবার ফল নেগেটিভ এলো। কিন্তু একদিন পর তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবার আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে।’ সাবাতিনি আরো বলেন, ‘আমি জানি না, এটা কীভাবে কাজ করে। আমি জানি না, এর আগে নেগেটিভ কেন এলো এবং এখন কেন-ই বা পজিটিভ! আমার মনে হয়, আমি শুনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হলে টেস্ট করালে ভুল নেগেটিভ ফল আসতে পারে। তাই শতভাগ নিশ্চিত হতে আরো একটি পরীক্ষা করা উচিত। আর এতে এটা প্রমাণ হয় যে, ভাইরাসটি সম্পর্কে আমরা কতটা কম জানি। আগে ভেবেছিলাম, আমরা দিবালার সতীর্থ ড্যানিয়েলে রুগানির মাধ্যমে আক্রান্ত হয়েছি। কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।’ এর আগে করোনা থেকে সুস্থ হওয়ার অভিজ্ঞতা নিয়ে জুভেন্টাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত থাকা অবস্থায় শ্বাস নিতে কষ্ট হতো তার। তিনি বলেন, ‘আমি যখন কিছু করার চেষ্টা করতাম, আমার নিশ্বাস নিতে কষ্ট হতো। পাঁচ মিনিট চলাফেরা করার পরই আমাকে থামতে হতো। পেশিগুলো ব্যথা করত।’ দিবালার বান্ধবী সাবাতিনি একজন আর্জেন্টাইন গায়িকা। করোনায় আক্রান্তের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যখন আপনার শরীর ভাইরাসে আক্রান্ত হয়, তখন আপনার পুরো শরীর ব্যথা করবে এবং আপনি ক্লান্ত বোধ করবেন তবে আমার কোনো জ্বর ছিল না।’