আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ করোনা মুক্ত রাখতে হাজীগঞ্জ বাজার ১০ দিন বন্ধ

করোনা মুক্ত রাখতে হাজীগঞ্জ বাজার ১০ দিন বন্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২০ , ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চাঁদপুরের (হাজীগঞ্জ) প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা সভায় করোনামুক্ত হাজীগঞ্জ রাখতে ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয় থেকে ২৪ ঘণ্টায় ওষুধ ও মুদি দোকান ২টা পর্যন্ত খোলা থাকবে। বাকী সব দোকান বন্ধ থাকবে। এছাড়াও আগামী ৩ দিনের মধ্যে তরকারি বিক্রি শেষ করার নির্দেশ দেয়া হয়। অপরদিকে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিদ্যুৎ বিল সমন্বয় করার সিদ্ধান্ত, দোকান ভাড়া হ্রাস করার উদ্যোগ নেয়া হয়। এই নির্দেশ অমান্যকারীদের প্রশাসনিক মাধ্যমে জরিমানা ও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। সোমবার বিকালে হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন, এএসপি সার্কেল আফজাল হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রশিদ প্রমুখ। সভায় হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।