আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনা মোকাবিলা: দুই তারকা দম্পতির ৭৪৬ কোটি টাকার তহবিল

করোনা মোকাবিলা: দুই তারকা দম্পতির ৭৪৬ কোটি টাকার তহবিল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ২:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনায় বিপর্যস্ত ভারতের মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন দুই তারকা দম্পতি। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও তার স্বামী-ক্রিকেটার বিরাট কোহলি ৭ কোটি রুপির একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। ৭ মে তারা তারা নিজেরাই ২ কোটি রুপি দান করে তহবিল সূচনা করেন। এরপর তাদের প্রত্যাশা ছাড়িয়ে মাত্র ছয় দিনেই ১১ কোটির বেশি রুপি তাদের তহবিলে জমা পড়েছে।

অন্যদিকে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বজুড়ে সচেতনতা বাড়াচ্ছেন ভারতের মহামারি নিয়ে। তার স্বামী-সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে তিনিও তহবিল গঠনের ডাক দেন। তার আহ্বানে সাড়া দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন মহল। ইতোমধ্যে তাদের তহবিলে জমা পড়েছে ১ মিলিয়ন ডলার তথা ৭৩৫ কোটি রুপির বেশি।

প্রিয়াঙ্কা জানান, এই তহবিল দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর কেনা হবে এবং কোভিড টিকা প্রদানে সহায়তা করা হবে। ‘সব টাকা ইতোমধ্যে দেশজুড়ে অক্সিজেন ও ভ্যাক্সিন সরবরাহ এবং আরও অনেক স্বাস্থ্যখাতে ব্যয় করা হচ্ছে। আমরা এই সহযোগিত অব্যাহত রাখতে পারি এবং এখানেই যেন থেমে না যাই। আমরা ৩ মিলিয়ন ডলার তহবিল গঠনের লক্ষ্য নির্ধারণ করেছি। আর আমরা জানি, আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এটাও অর্জন করতে পারব।অন্যদিক আনুশকা শর্মা ও বিরাট কোহলিও তাদের অনুরাগীদের এই সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।