আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনা শনাক্ত ৫২ লাখ ছুঁইছুঁই

করোনা শনাক্ত ৫২ লাখ ছুঁইছুঁই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২০ , ৪:২০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জন।
অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ৮০ হাজার ৯৬৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৭ লাখ ৭৮ হাজার ৬২৩ জনের মধ্যে ২৭ লাখ ৭৮ হাজার ৬২৩ জনের সংক্রমণ মৃদু এবং ৪৫ লাখ ৬২০ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন এবং মৃতের সংখ্যা ৯৬ হাজার ৩৫৪ জন।
অন্যদিকে রাশিয়ায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৯৯ জন। এছাড়া ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইরান, ভারত ও পেরুতে শনাক্তকৃত রোগীর সংখ্যা এক লাখের বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।