আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা সারবে ভেবে মিথানল খেয়ে ৩০০ জনের মৃত্যু

করোনা সারবে ভেবে মিথানল খেয়ে ৩০০ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের সারবে ভেবে শরীরের পক্ষে ক্ষতিকর মিথানল পান করে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে ইরানে। অসুস্থ আরও এক হাজার। ইরানে মদ্যপান আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এমন কাণ্ড ঘটেছে। চোরাপথে, প্রশাসনের নজর এড়িয়ে, বেআইনি কারবারিদের কাছ থেকে ওই অ্যালকোহল কিনে খেয়েছিলেন তারা। জানতেন না, মদের নামে, শরীরের পক্ষে ক্ষতিকর মিথানল বিক্রি করা হচ্ছিল। তার জেরে এই মর্মান্তিক পরিণতি হয়। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা থাবা বসাতেই লোকজনের মধ্যে অ্যালকোহল কেনার ঝোঁক বাড়ে। কারণ, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে অ্যালকোহল করোনার সংক্রমণকে দূরে রাখতে পারে। যদিও, আসল সত্য তা নয়। বিশেষজ্ঞরা অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজারে বারবার হাত ধোওয়ার কথা বললেও, কেউই দাবি করেননি মদ্যপানে করোনার সংক্রমণ প্রতিহত করা যায়। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ভুয়া বার্তার জেরে লোকজনের মধ্যে অ্যালকোহল খাওয়ার প্রবণতা বাড়ে। তার জেরেই এই ভয়ানক বিপত্তি। ইরানে ইতিমধ্যে করোনায় প্রায় আড়াই হাজার মানুষ মারা গিয়েছেন। মিথানলের বিষক্রিয়া নিয়ে কাজ করা অসলোর ক্লিনিক্যাল টক্সিকোলজিস্ট ডক্টর কনুত এরিক হোভডা মনে করেন, ইরানে করোনাভাইরাস আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। ইরানের ৮ কোটি মানুষ করোনার ঝুঁকিতে রয়েছেন। গোটা বিশ্বের সঙ্গে ইরানেও জোর থাবা বসিয়েছে এই ভাইরাস। রোজই লাফিয়ে বাড়ছে মৃত্যু। ধরা পড়েছে নতুন আক্রান্ত। বিশ্বে করোনায় মোট মৃত্যু শুক্রবারই ২৫ হাজার ছাড়িয়েছে।