আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কর্ণফুলীতে নৌকাডুবিতে গার্মেন্ট কর্মকর্তার মৃত্যু, নিখোঁজ ১

কর্ণফুলীতে নৌকাডুবিতে গার্মেন্ট কর্মকর্তার মৃত্যু, নিখোঁজ ১


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২১ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে সৈকত বড়ুয়া (৩০) নামে গার্মেন্ট কারখানার এক কর্মকর্তা মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে নদীর ১২ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইব্রাহীম খলিল (৪০) ও সালাউদ্দিন (৩৯) নামের দুইজনকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দুলাল মাহমুদ বলেন, সকাল পৌনে আটটার দিকে ১২ নম্বর ঘাট থেকে ৩০-৩৫ যাত্রী নিয়ে পতেঙ্গার দিকে যাওয়ার পথে পাথরবোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। পরে যাত্রীদের উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ আছেন এবং আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর একজনের মৃত্যু হয়।