কল্পনা চাকমার অপহরণকারীদের বিচার দাবি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাসহ সকল অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘কল্পনা চাকমা হত্যার ২০ বছর, বিচারবিহীন সংস্কৃতির অবসান হবে কবে’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এ দাবি জানান।
বক্তরা বলেন, ১৯৯৬ সালের আজকের দিনে (১২ জুন) হিল উইমেন্স ফেডারেশন তৎকালিন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ২০ বছর পরও এর বিচার পাওয়া যায়নি। অবিলম্বে এ অপহরণ ও হত্যাকারীদের বিচার করতে হবে অন্যথায় দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।
তারা আরো বলেন, কিছুদিন আগেও বিচারপতি আব্দুল জলিলের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি হয়েছিল। সেটিও কোনো রিপোর্ট পেশ করেনি।
আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চল চাকমা, সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা, পার্বত্য জন সংহতি সমিতির নেতা শক্তিপদ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।