আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কসবায় ৭১৭ বোতল হুইস্কিসহ আটক ২

কসবায় ৭১৭ বোতল হুইস্কিসহ আটক ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৭:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


7কাগজ অনলাইন প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপেজলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার সংলগ্ন এলাকা থেকে ৭১৭ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজনকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার (০৫ জুন) দুপুরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের নিয়াদ আলীর ছেলে দোলন মিয়া (৪০) ও মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে আবদুল হান্নান (৪০)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ পরিচালক (ডিএডি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হুইস্কিসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।