আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল কাইলির ত্বক রহস্য

কাইলির ত্বক রহস্য


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৩ , ৬:০১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক : কাইলি জেনার। আমেরিকান মডেল ও মিডিয়া পারসোনালিটি। ত্বকের দ্যুতির জন্য অগুনতি অনুরাগীর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। কী তার এমন উজ্জ্বল ত্বকের রহস্য? জানালেন নিজেই। সুস্বাস্থ্য ধরে রাখতে ২৫ বছর বয়সী এই তারকা নিয়মিত গ্রিন জুস পান করছেন কয়েক বছর ধরে। সকালের খাদ্যতালিকায় গ্রিন ও লিফি ভেজিটেবল রাখাটা তার হজমক্ষমতাকেও রাখছে ভালো। সুগঠিত দেহ ও ঝকঝকে ত্বকের অধিকারী কাইলি একইসঙ্গে নিজের আবেদনময়ী অবয়ব, নিখুঁত ত্বক ও বর্ণিল চুলের জন্যও বিখ্যাত। এই মেকআপ মোগল এবং দুই সন্তানের জননী প্রাত্যহিক রুটিনে মর্নিং ডোজ হিসেবে নিয়মিতই পান করেন এক গ্লাস গ্রিন ডিটক্স জুস।