কাউন্টি ক্রিকেটে বিদেশী ক্রিকেটারের কোটা দ্বিগুণ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২০ , ৫:০২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : কাউন্টি ক্রিকেটে বিদেশী ক্রিকেটারের কোটা বাড়ছে। আর নতুন এই নিয়মটা কার্যকর হচ্ছে ২০২১ মৌসুম থেকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে কাপের দলগুলো দুজন বিদেশী ক্রিকেটার নিয়ে খেলতে পারবে।
চলতি বছর শেষে বাতিল হচ্ছে কলপ্যাক রেজিস্ট্রেশন। একারণে বাড়তি বিদেশী ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রথম শ্রেণীর কাউন্টি দলগুলো টি-টোয়েন্টি ব্লাস্টে দুজন ক্রিকেটার মাঠে নামাতে পারে। কিন্তু ২০০৭ সাল থেকে অন্য টুর্নামেন্টগুলোতে এক জনের বেশি বিদেশী খেলোয়াড় খেলতে পারেন না।
২০২০ কাউন্টি মৌসুম শুরুর সূচি ১ আগস্ট। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে চলতি মৌসুমে বিদেশী ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে অনেক কাউন্টি ক্লাব।
ইসিবি’র পারফরম্যান্স ক্রিকেট কমিটি (পিসিসি) বিদেশী ক্রিকেটারদের কোটা দ্বিগুণ করার সুপারিশ করেছিল। ইসিবি সেটারই অনুমোদন দিয়েছে।