আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি কাজী সুমনের বাবার মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

কাজী সুমনের বাবার মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Mourninকাগজ অনলাইন প্রতিবেদক: দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী সুমনের বাবা প্রবীণ স্কুল শিক্ষক ও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কাজী আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ভোররাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি। কাজী আজিজুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর।

কাজী আজিজুর রহমানের মৃত্যুতে এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে একজন স্কুল শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজী আজিজুর রহমান নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষকতার মহান পেশা ছাড়াও তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন।

তিনি বলেন, শিক্ষানুরাগী, বন্ধুবৎসল ও জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

বিএনপির মহাসচিব শোকবার্তায় মরহুম কাজী আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।