কাজে বাধা দেওয়ায় ১৪০০ নার্সের বিরুদ্ধে মামলা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: দায়িত্বে বাধা দেওয়ায় অজ্ঞাত পরিচয় ১৪০০ নার্সের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০১ জুন) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আজম মিয়া জানান, দায়িত্ব পালনকালে পুলিশের কাজে বাধা দেওয়ায় এবং পুলিশের ওপর চড়াও হওয়ায় বুধবার রাতে ১২০০ থেকে ১৪০০ জন অজ্ঞাত পরিচয় নার্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলা নং-১।