কাতারের সমালোচনা, ইউরোপীয়দের আগে ক্ষমা চাইতে বললেন ফিফা সভাপতি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২২ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপের ৮৮ বছরর ইতিহাসে এই প্রথম শীতকালে হতে যাচ্ছে বিশ্বকাপ। তার ওপর রয়েছে নানা বিধি-নিষেধের বেড়াজাল। শ্রমিক শোষণের মতো ঘটনা। সে কারণে প্রচুর সমালোচনার শিকার হচ্ছে কাতার। বিশেষ করে ইউরোপীয় ও পশ্চিমাদের।
তবে কাতারের সমালোচনা করার বিষয়টি ভালোভাবে নেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নানামুখী সমালোচনায় তিনি রীতিমতো ক্ষুব্ধ। শনিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি সমালোচনাকারীদের একহাত নিয়েছেন। জানিয়েছেন কাতারের সমালোচনা করার আগে নিজেদের ৩ হাজার বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাও।
তিনি আরও বলেন, ‘আজ আমার নিজেকে একজন কাতারি মনে হচ্ছে, একজন আরব মনে হচ্ছে, একজন আফ্রিকান মনে হচ্ছে, একজন সমকামী, প্রতিবন্ধী, একজন পরিযায়ী শ্রমিক মনে হচ্ছে। অবশ্যই আমি একজন কাতারি নই, আরব নই, আফ্রিকানও নই, নই সমকামী কিংবা প্রতিবন্ধী। কিন্তু আমি তাদের বিষয়গুলো অনুভব করতে পারছি। কারণ, আমি জানি একজন বিদেশি হিসেবে বিদেশের মাটিতে বৈষম্যের শিকার হলে কেমন লাগে। বুলিং এর শিকার হলে কেমন লাগে।’
‘ছোটবেলায় আমি বুলিং-এর শিকার হয়েছি। কারণ, আমার লাল চুল ছিল, মুখে গুড়ি গুড়ি বাদামী দাগ ছিল। পাশাপাশি আমি দেখতে ইতালিয়ানদের মতো ছিলাম। এরকম হলে আপনি কি করতেন? আপনি হয়তো সমঝোতা করতেন, বন্ধুত্ব করার চেষ্টা করতেন।’