আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল

কাতার বিশ্বকাপে চূড়ান্ত জায়গা করে নিয়েছে যে ২৯ দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২২ , ১২:১২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দেবে আরও ৩১ দল। এর মধ্যে ২৯ দল চূড়ান্ত করেছে নিজেদের জায়গায়।
দেশগুলো হলো— কাতার। আফ্রিকা- ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া। এশিয়া- ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া।নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। ইউরোপ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড। দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে। আগামী জুনের মধ্যে বাকি তিন দলও নির্ধারণ হয়ে যাবে। বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হবে আগামী ১ এপ্রিল। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় হবে এ অনুষ্ঠান। টুর্নামেন্টের পর্দা ওঠার সাত মাস আগে প্রতিটি দল জেনে যাবে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ কারা।