আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি কাদের মির্জার বিরুদ্ধে আ. লীগের ২৮ নেতাকর্মীর জিডি

কাদের মির্জার বিরুদ্ধে আ. লীগের ২৮ নেতাকর্মীর জিডি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২১ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


নোয়াখালী প্রতিনিধি : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ জন নেতাকর্মী কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগ উল্লেখ করে এক ফরমেটে তারা এসব জিডি করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত জানান, গত ২০ এপ্রিল ফেইসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। এ সময় তার বক্তব্যে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে তিনি বলেন, “হত্যার বদলে হত্যা।” তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে জীবনের নিরাপত্তায় এসব জিডি করেন। তিনি আরও জানান, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ জন নেতাকর্মী এসব জিডি করেন।
ফখরুল ইসলাম রাহাত আরও জানান, এ ছাড়াও অনেক নেতাকর্মী সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’