আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কানাডায় পুরস্কৃত বাংলাদেশের ‘দ্য হাউস’

কানাডায় পুরস্কৃত বাংলাদেশের ‘দ্য হাউস’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


the-house-buuকাগজ বিনোদন ডেস্ক: শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য হাউস’। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে এটি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত ‘দ্য হাউস’।

গত ২২ থেকে ২৭ মে কানাডায় অনুষ্ঠিত হয় এই উৎসব। বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি ভাষায় ৭৫টি ছবির প্রদর্শনী হয় এখানে। উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন নির্মাতা মোরশেদুল ইসলাম ও অরুণ চৌধুরী। কলকাতা থেকে অংশ নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অরিন্দম শীল, সম্রাট চক্রবর্তী।

‘দ্য হাউস’ ছবিতে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শম্পা রেজা, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।