আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কানাডা সফরে জেলেনস্কি, সামরিক সহায়তার আশা

কানাডা সফরে জেলেনস্কি, সামরিক সহায়তার আশা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক :  অঘোষিত সফরে কানাডা পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম উত্তর আমেরিকার দেশটিতে সফরে গেলেন জেলেনস্কি। তার এ সফরে ট্রুডো সরকারের পক্ষ থেকে ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডিয়ান টিভিতে প্রচারিত সংবাদে দেখা গেছে, রানওয়েতে ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে অভ্যর্থনা জানাচ্ছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষে সমর্থন জানিয়েছে কানাডা। দেশটিতে ইউক্রেনীয় বংশোদ্ভূত ১৪ লাখ মানুষ বাস করে, যা ইউক্রেন এবং রাশিয়ার পর তৃতীয় সর্বাধিক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন, কানাডা ততদিন সমর্থন দেবে। আমরা আইনের শাসন ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক আদেশ রক্ষার জন্য সবসময় প্রস্তুত। জানা গেছে, কানাডা সফরে অটোয়ায় পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি। তারপর ট্রুডোর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ইউক্রেনীয় কানাডিয়ান কংগ্রেস লবি গ্রুপের নির্বাহী পরিচালক ইহোর মিচালচিশিন বলেন, কানাডা গ্রুপ অব সেভেন ও সামরিক জোট ন্যাটোর সদস্য। দেশটির সব রাজনৈতিক দল ইউক্রেনকে সমর্থন করে। আমি মনে করি, কানাডার কাছ থেকে ইউক্রেনের প্রেসিডেন্টের আরও কিছু আশা করতেই পারেন। তিনি আরও বলেন, যদি মিত্ররা চায় যে ইউক্রেন যুদ্ধে জয়লাভ করুক, তবে আরও সামরিক সহায়তা দিতে হবে। এর কোনো বিকল্প নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে জেলেনস্কি ওয়াশিংটন থেকে অটোয়াতে পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ছাড়াও আরও একটি কারণে ওয়াশিংটনে ছিলেন জেলেনস্কি। সেটি হলো, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় আরও তহবিল জোগাড় করা। এরই মধে ইউক্রেনকে আরও ১৩ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: বিবিসি, রয়টার্স