আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন কাবা শরিফ-মদিনায় হিজরি বছরের প্রথম জুমা পড়াবেন যারা

কাবা শরিফ-মদিনায় হিজরি বছরের প্রথম জুমা পড়াবেন যারা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২২ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন


ইসলাম ডেস্ক : ১৪৪৪ হিজরির প্রথম জুমা আজ। নতুন হিজরি বছরের মহররম মাসের আজকের প্রথম জুমায় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা। আজ ০৫ আগস্ট ২০২২ইং মোতাবেক ০৭ মহররম ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ নতুন হিজরি বছরের প্রথম জুমা অনুষ্ঠিত হবে। হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

> কাবা শরিফ

কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফের জনপ্রিয় ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইম।

> মসজিদে নববি

মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আহমাদ তালেব হামেদ।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।