আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কামারখন্দে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কামারখন্দে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Sirajgonসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্ত্রী হত্যার ঘটনায় মামলায় আমীরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
তবে আমিরুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি উপজেলার কর্ণসুতী গ্রামের কোরবান মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মিহির বরণ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শামসুল আলম জানান, কামারখন্দের জামতৈল গ্রামের বেল্লাল মন্ডলের মেয়ে ফরিদা খাতুনকে বিয়ে করেন আমিরুল ইসলাম। বিয়ের কয়েক বছর পর ফরিদাকে সন্তানসহ ঘরে রেখেই একই এলাকার শাহীনুর খাতুন নামে এক নারীকে বিয়ে করেন আমীরুল। এরপর থেকে প্রথম স্ত্রী ফরিদাকে শারীরিক ও মানসিক নির্যাতনের একপর্যায়ে ২০০২ সালের ৫ জুন পিটিয়ে আহত করেন তিনি। ওই মারধরে ফরিদার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃতের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে আমিরুলকে একমাত্র আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।