আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কারও ব্যক্তিগত ঘটনার দায় সংগঠন নেবে না : মিশা–জায়েদ

কারও ব্যক্তিগত ঘটনার দায় সংগঠন নেবে না : মিশা–জায়েদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১০:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


অন্যদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘পরীমনির বিরুদ্ধে সুস্পষ্ট কী ধরনের অভিযোগ ও মামলা আনা হয়, সেটা দেখেই সিদ্ধান্ত নেব। আমরা হুট করেই কিছু বলতে পারি না।’ এ সময় জায়েদ খান আরও বলেন, ‘কারও ব্যক্তিগত ঘটনার দায় সংগঠন নেবে না। এখন কেউ বাইরে গিয়ে কী অপরাধ করল, সেটা আমরা দেখার কেউ না।

এটা দেখার দায়িত্ব আইন, আদালতের। আমাদের সিনিয়র অভিনয়শিল্পী যাঁরা আছেন—রোজিনা আপা, অঞ্জনা আপা, অরুণা দিদি, রুবেল ভাই, ডিপজল ভাই, মিশা ভাই সবার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সেখানে সবার মন্তব্য জানার চেষ্টা করেছি। এ ছাড়া আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, সোহেল রানা ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, মাসুম বাবুলসহ সিনিয়র সবার সঙ্গে আমরা কথা বলব। তার পরে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাব। পরীমনির ঘটনায় এখনো আমাদের কথা বলার সময় আসে নাই।’