আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কারাগার থেকে পালানো ৪ ফিলিস্তিনি আবারও গ্রেফতার

কারাগার থেকে পালানো ৪ ফিলিস্তিনি আবারও গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জেল থেকে পালানো ছয় ফিলিস্তিনির মধ্যে চারজনকে ধরতে সক্ষম হলো ইসরাইল। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। খবরে বলা হয়, শনিবার ভোরে ইসরাইলের পুলিশ আরও দুই বন্দিকে ধরতে সক্ষম হয়েছে যারা গত সপ্তাহে জেল থেকে পালিয়েছিল। এর আগে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা জেল পালানো ছয়জনের মধ্যে দুজনকে ধরতে সক্ষম হয়েছেন। এ নিয়ে জেল থেকে পালানো ছয় জনের মধ্যে চারজনকে ধরতে সক্ষম হলো ইসরাইল। কর্তৃপক্ষ জানায়, শনিবার যাদের ধরা হয়েছে তারা হলেন— জাকারিয়া জুবেইদি ও মাহমুদ আল-আরিদা। তাদের উত্তর ইসরাইলের একটি ট্রাকের গ্যারেজ থেকে ধরা হয়। এসময় জুবেইদি গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছিলেন। এখনও জেল পালানো দুজন বন্দি নিখোঁজ রয়েছেন। সোমবার জেল থেকে ছয় ফিলিস্তিনি পালানোর পর তাদের ফের ধরতে ইসরাইল ব্যাপক অভিযান শুরু করে। এসময় তাদের খুঁজে না পেয়ে বন্দিদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরাইলের সেনারা।