কারাগার থেকে মুক্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২০ , ৫:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক : ৩২ দিন প্যারাগুয়েতে কারাভোগের পর মুক্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। তবে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত একটি হোটেলে গৃহবন্দী থাকতে হবে তাদের। এর আগে প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় গ্রেফতার করা হয় রোনালদিনহোকে। দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তা লেখা হয় প্যারাগুইয়ান। পরে সাবেক বার্সা তারকার শর্তসাপেক্ষে কারামুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া। এজন্য তাদের ১.৬ মিলিয়ন মার্কিন ডলার মুচলেকা দিতে হয়েছে। প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। যেখানে বিশ্বকাপজয়ী এই তারকার কাছে বর্তমানে ব্রাজিলের পাসপোর্ট নেই। জেলে অবশ্য তারসময়টা খারাপ কাটেনি। কারাগারে ফুটবল টুর্নামেন্টে খেলেছেন এবং ৫ গোল করেছেন।