আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কার সঙ্গে প্রেম করতে চান শেহনাজ?

কার সঙ্গে প্রেম করতে চান শেহনাজ?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক :  সোশ্যাল মিডিয়া সেনসেশন শেহনাজ গিলের অভিষেক হতে যাচ্ছে বলিউড সিনেমায়। তাকে দেখা যাবে সালমান খানের নতুন ছবিতে। গেল ৮ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ক্রিস হেমসওর্থ অভিনীত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবি। সম্প্রতি এ ছবির প্রচারণায় একটি ভিডিওতে দেখা গেছে শেহনাজকে। সেখানেই তিনি থরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা (!) করেছেন।

শেহনাজ ইনস্টাগ্রামে থর ছবির প্রচারণামূলক ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘থরের তুলনা হয় না। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি দেখুন’। তিনি হলিউড সুপারহিরো থরের সঙ্গেও রোমান্স করতে চান। তিনি চান, থর এবার কৌর (শেহনাজের পুরো নাম শেহনাজ গিল কৌর) এর প্রতি দৃষ্টি দিক। যাতে ‌থরের প্রেমিকা নাটার্লি পোর্টম্যানের মতো কাজ করার সুযোগ তিনি পান।

ক্রিস হেমসওর্থ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে থর চরিত্রে অভিনয় করেছেন। জেন পোস্টার (থরের প্রেমিকা) চরিত্রে দেখা গেছে নার্টালি পোর্টম্যানকে। ছবিটি পরিচালনা করেছেন তাইকা ওয়েইতিতি। এতে আরও অভিনয় করেছেন ভিন ডিজেল, ক্রিশ্চিয়ান বেল, ব্রাডলি কুপার ও রাসেল ক্রো।