আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কালরাত্রিতে জন্মদিন উদযাপন করবেন না আসিফ

কালরাত্রিতে জন্মদিন উদযাপন করবেন না আসিফ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২১ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  জাতির কাছে ২৫ মার্চ এক তমশাচ্ছন্ন রাত্রি বা কালরাত্রি। এই কালরাত্রি’র দিনটিই অর্থাৎ ২৫ মার্চই বাংলাদেশের সঙ্গীতের যুবরাজখ্যাত আসিফ আকবরের জন্মদিন। তাই বিগত তিন বছর যাবত আসিফ আকবর আর নিজের জন্মদিন উদযাপন করেন না। আসিফ বলেন, ‘বিগত তিন বছর যাবত আমি আমার জন্মদিনে কোন উৎসবের আয়োজন করছি না। দিনটিকে বিশেষভাবে উদযাপনও করি না। ২৫ মার্চ ইতিহাসের কালরাত্রি। তাই এই কালরাত্রিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে, সেই রাতে অনেক নারী স্বামী হারা হয়েছেন, অনেক সন্তান তাদের বাবা-মাকে হারিয়েছেন, অনেক নারীই নিজের সম্মান হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক, শ্রদ্ধা, সম্মান রেখে আমি নিজের জন্মদিন আয়োজন থেকে সরে এসেছি। আমাকে কালরাত্রি’তে নিজের জন্মদিনের আয়োজন থেকে দূরে সরে থাকার ব্যাপারে সচেতন করেছিলেন জলের গানের রাহুল আনন্দ। তার প্রতি ভালোবাসা। আমার ভক্তদের কাছে দোয়া চাই আমি যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। আমার পরিবারের জন্যও দোয়া করবেন।’

এদিকে এরইমধ্যে আসিফ ও দিঠির গাওয়া ‘বলোনা বলোনা’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এবারই প্রথম আসিফ ও দিঠি একসঙ্গে গাইলেন। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর সঙ্গীত করেছেন জাবেদ আহমেদ কিসলু। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন মিউজিশিয়ান। একজন পার্থ অন্যজন হানিফ। এরই মধ্যে আসিফ অভি আকাশের সুরে ‘শুধু মনে রাখিস’ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। এই গানে আসিফের সহশিল্পী মারিয়া আলম। এদিকে আসিফ আরো জানান আলম খান, নকীব খানের মতো কিংবদন্তি সুরস্রষ্টাদের সুরে কিছু গান করে যেতে চান।