আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় কালশীতে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত

কালশীতে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


1কাগজ অনলাইন প্রতিবেদক: ঢাকার পল্লবীতে কথিত বন্দুকযুদ্ধে ‍সন্দেহভাজন দুই জেএমবি সদস্যের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

পল্লবী থানার এসআই আনোয়ার হোসেন বলছেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে কালশী এলাকার লোহার ব্রিজের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি। বলেছেন, দুজনের বয়স আনুমানিক ৩২ ও ৪০ বছর।

মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “নিহত দুইজন উত্তরবঙ্গ থেকে আসা জেএমবি নেতা। পুলিশ তাদের আসল পরিচয় জানার চেষ্টা করছে।”

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে তিনি বলেছেন, গোয়েন্দা পুলিশের (ঢাকা দক্ষিণ) একটি অভিযানের সময় সন্দেহভাজন ওই জঙ্গিরা গুলি ছুড়লে পুলিশও ‘আত্মরক্ষার জন্য’ গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোরের ওই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মাসুদুর রহমানের ভাষ্য। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি তার কাছ থেকে।

তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, বন্দুকযুদ্ধে নিহত দুজনের মৃতদেহ সকালে হাসপাতালে এনে মর্গে রাখা হয়েছে।