আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কালাশনিকভ হাতে যুদ্ধে সাবেক ‘মিস ইউক্রেন’

কালাশনিকভ হাতে যুদ্ধে সাবেক ‘মিস ইউক্রেন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২২ , ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে। রুশ হামলায় শিশুসহ ৩৫২ বেসামরিকের মৃত্যু হয়েছে। দেশ রক্ষায় মাঠে নামছে ইউক্রেনের সাধারণ মানুষ, বাদ নেই সেলিব্রেটিরাও। এমনই এক সেলিব্রেটি হলেন সাবেক মিস ইউক্রেন আনাসতাসিয়া লেনা। ভ্লাদিমির পুতিনের হানাদারদের খতম করতে অস্ত্র তুলে নিয়েছেন হাতে। ২৪ বছরের এই অভিনেত্রী হিল ছেড়ে পরেছেন সেনানির বুট। গায়ে লেদার জ্যাকেট, হাতে মারণাস্ত্র। নেটমাধ্যমে সম্প্রতি এ সাজেই দেখা যাচ্ছে তাকে। বর্তমানে আনাসতাসিয়ার লক্ষ্য, দেশের মাটি থেকে রাশিয়ার হানাদারদের তাড়িয়ে দেয়া। মাতৃভূমির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে নিজে অস্ত্র তুলে নিয়েছেন।

রাশিয়ার সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে আনাসতাসিয়া শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘হানাদারির জন্য যারা ইউক্রেনের সীমান্ত পার করেছেন, সকলেই মারা পড়বেন!’

গত বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের পর পুতিনবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেটমাধ্যমে আহ্বানও জানিয়েছেন আনাসতাসিয়া। রাশিয়ার বিরুদ্ধে সরব হতে বলেছেন।

মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ের হাতেখড়ি আনাসতাসিয়ার। অভিনয়ের পাশাপাশি টেলিভিশনে সঞ্চালনা বা মডেলিং করেছেন। পাশাপাশি ২০১৫ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা কেড়ে নেন আনাসতাসিয়া। সেবছর ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ নামে ওই প্রতিযোগিতায় ‘মিস ইউক্রেন’-এর খেতাব জয় করে।

পেশাদারি জীবন শুরুর আগে কিভের স্লাভিসটিক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক হন আনাসতাসিয়া। এরপর জনসংযোগ ম্যানেজার চাকরি নিয়ে তুরস্কের ইস্তানবুল, আঙ্কারা এবং বোদরামে ঘুরেছেন। পাঁচটি ভাষায় দক্ষ আনাসতাসিয়া কিছুকাল অনুবাদকের চাকরিও করেছেন। তবে রোজগারপাতি ছেড়ে দেশ বাঁচানোকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন আনাসতাসিয়া।