আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কালিহাতীতে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

কালিহাতীতে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Accidentটাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকের চাপায় জহুরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য সিরাজগঞ্জের বলরামপুর গ্রামের আব্দুল আজিজ মণ্ডলের ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন জহুরুল। ওই সেতুর আট নম্বর ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।