কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
কাগজ অনলাইন প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি পোশাক কারখানায় শনিবার সকালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর, মির্জাপুর ও সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার ফেব্রিকস গোডাউনে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
এ সময় কারখানার শ্রমিকরা আগুন নেভানো চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, জয়দেবপুর, সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার স্টেশনের ৮টি ইউনিটেরে কর্মীরা আগুন নেভানো শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ফেব্রিকস ও সুতা পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।