আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর

কাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


স্টাফ রিপোর্টার : আগামীকাল ১লা ডিসেম্বর থেকে ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের জন্য হাফভাড়া শুধু ঢাকা শহরের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এনায়েত উল্লাহ বলেন, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে। সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত হাফভাড়া কার্যকর থাকবে। ছুটির দিনে হাফভাড়া কার্যকর থাকবে না। ঢাকায় বাসমালিকদের ৮০ শতাংশ গরীব বলে আগের দেওয়া বক্তব্য এদিনও উল্লেখ করেন তিনি।