আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কাশিয়ানীতে দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ: পাঁচ পরিবার অবরুদ্ধ

কাশিয়ানীতে দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ: পাঁচ পরিবার অবরুদ্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফসলী গ্রামের দেয়াল দিয়ে চলাচলের পথ বন্ধ করে পাঁচ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এসেছে। গত এক সপ্তাহ ধরে পরিবারগুলো অবরুদ্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন ওই পরিবারগুলোর সদস্যরা। অবরুদ্ধ পাঁচ পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অবরুদ্ধ পরিবারের সদস্য লালটু সরদার দিনের শেষে প্রতিনিধিকে বলেন, ‘রাস্তাটি প্রায় দুইশ বছরের পুরনো। ৩২ বছর ধরে রাস্তাটি ব্যবহার করছি। প্রতিপক্ষ ফসলী গ্রামের আসলাম শেখ, লাড্ডু শেখ ও হাসান শেখ ইটের দেয়াল দিয়ে ৭ দিন থেকে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে ৫ পরিবারের ৪০ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন।’
অবরুদ্ধ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ফুলজান বেগম (৭৫) বলেন, ‘৭ দিন ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। নাতি রুপা বেগম (২২) অন্তঃসত্ত্বা। যেকোনো সময় তাকে চিকিৎসকের কাছে নিতে হতে পারে। দুঃশ্চিন্তায় আছি। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগ প্রসঙ্গে লাড্ডু শেখ বলেন, ‘৩২ বছর ধরে তাদের চলাচল করতে দিয়েছি। এক সপ্তাহ আগে লালটু সরদারদের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। তাই চলাচলের পথ বন্ধ করে দিয়েছি।’ নিজামকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল খান বলেন, ‘রাস্তা বন্ধ করে দিয়ে ৫ পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলা্কার গণ্যমান্যরা বসেছিলেন, সমাধান হয়নি। সমাধানের চেষ্টা চলছে।’ কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় বলেন, ‘গণ্যমান্য ব্যক্তিদের মীমাংসার জন্য বলা হয়েছে। তারা ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।