আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কাশিয়ানী থানার এসআইয়ের আত্মহত্যা

কাশিয়ানী থানার এসআইয়ের আত্মহত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান (২৫)।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দিঘলহাটি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি তিনি থানার সবাইকে জানান। লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।