আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কিউবায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

কিউবায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২১ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কিউবায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ ক্রু নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, হোলগুইন থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ে ধাক্কা খেয়ে কপ্টারটি বিধ্বস্ত হয়। কিউবার সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৫ ক্রুর সবাই নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় এবং এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছিল। সেবার হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয় এবং একজন ছাড়া আরোহীদের সবার প্রাণ যায়। এর আগের বছরের এপ্রিলে পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে রাশিয়ানদের বানানো একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে কিউবার সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছিল।