আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কিছু কাপড় আর কোট নিয়ে দেশ ছেড়েছিলাম: ঘানি

কিছু কাপড় আর কোট নিয়ে দেশ ছেড়েছিলাম: ঘানি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  বিপুল পরিমান অর্থ নিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। প্রথমবারের মতো এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। ইউএই থেকে ভিডিও বার্তাটি প্রকাশ করেন ঘানি। বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

আশরাফ ঘানি বলেন, ‘আমি দেশ ছেড়েছিলাম শুধুমাত্র একটি কোট এবং কিছু কাপড় নিয়ে।’ তালেবানদের কাবুল দখলের প্রেক্ষাপটে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়া আশরাফ গানি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রয়েছেন বলে উপসাগরীয় রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে ইউএই’র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ইউএই পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, মানবিক কারণে সংযুক্ত আরব আমিরাত আশরাফ গানি এবং তার পরিবারকে দেশটিতে স্বাগত জানাচ্ছে।’

বিস্তারিত আসছে . . .