আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কিছু না ভেবে প্রেমে পড়ে যাও, বললেন শ্রীলেখা

কিছু না ভেবে প্রেমে পড়ে যাও, বললেন শ্রীলেখা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২১ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কাছে, সব সময় কারণে অকারণে প্রেমে পড়া একেবারেই বারণ নয়। তাই তো কেউ প্রেম নিয়ে কোনও প্রশ্ন করলে, শ্রীলেখার উত্তর, কিছু না ভেবে প্রেম করে যাও, প্রেমে পড়ে যাও। বরং প্রেমে উঠেও পড়ো! প্রেম ব্যাপারটাকে ঠিক এভাবেই দেখেন শ্রীলেখা। আর তাই তো এক নেটিজেন প্রেম নিয়ে প্রশ্ন করলে শ্রীলেখার স্পষ্ট উত্তর, প্রেমটাই আসল!

গল্পটা হল, অনেকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছেন শ্রীলেখা। আর এই খেলায় অভিনেত্রী ফাঁস করছেন অনেক কিছু। অনুরাগীদের সঙ্গে কথা বলছেন মন খুলে। সেই খেলাতেই এক নেটিজেন প্রেম নিয়ে প্রশ্ন করে বসলেন শ্রীলেখার কাছে। বরং বলা ভাল উপদেশ চাইলেন অভিনেত্রীর কাছে।

সেই নেটিজেন জানান, তিনি বয়সে বড় এক মহিলার প্রেমে পড়েছেন। তার ঠিক কী করা উচিত? একটু হেসে শ্রীলেখা জানালেন, ‘তোমার থেকে বয়সে বড় তো কী হয়েছে? প্রেমে পড়বে, প্রেমে উঠেও পড়বে। কোথায় লেখা আছে যে মেয়েদেরকে সব সময়ে বয়সে ছোট হতেই হবে। তুমি তো ভালোবাসো, কারও তো ক্ষতি করছো না।’